Trending
মোদীর কারণেই সুযোগ পেয়েছেন নির্দিষ্ট কিছু শিল্পপতিরা। তাও আবার এই সুযোগ এসেছে নিয়ম ভেঙে। ২২ জন মোদী ঘনিষ্ঠ শিল্পপতিরা বিশাল অঙ্কের টাকা ছাড়ের সুযোগ পেয়েছেন। মোদীর দিকে এভাবেই সরাসরি অভিযোগের আঙুল তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি সভা করেন রাহুল গান্ধী। সভায় রাহুলের সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আর এখান থেকেই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। সেটা কী? রাহুল গান্ধী বললেন, প্রধানমন্ত্রী মোদী ঘনিষ্ঠ শিল্পপতিদের যে ঋণ মকুব করেছে, তার অঙ্কটা ১৬ লক্ষ কোটি টাকা। আর এই অঙ্কটা ২৪ বছর ধরে চলা মনরেগা প্রকল্পের সমান।
রাহুল গান্ধীর বক্তব্য অবশ্য এখানেই শেষ নয়। তিনি বলছেন, মোদী যদি ফের ক্ষমতায় আসেন তাহলে বদলে যাবে সংবিধান। গরিব মানুষ তার রক্ষাকবচ হারাবেন। এখানেই জানিয়ে রাখি, কয়েকদিন আগে তেলঙ্গানার ওয়ারঙ্গলে মোদী প্রচারে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি জানান যে, পাঁচ বছর ধরে কংগ্রেস পার্টি যখন শুধু আদানি-অম্বানির নামটাই বারবার করেছে তখন হঠাৎ করে একেবারে কেন চুপ করে গেল কংগ্রেস দল? কী বলেছিলেন মোদী সেটা শুনুন
তার অবশ্য একটা জুতসই প্রত্যুত্তর দিয়েছিলেন রাহুল গান্ধী নিজেও। এক্স হ্যান্ডেলে ছোট একটা ভিডিও পাবলিশ করেছিলেন তিনি।
এবার আরও একবার রাহুল নিজেই মোদীকে কট্টর জবাব দিলেন। বললেন, মোদী ঘনিষ্ঠ শিল্পপতিদের তিনি টাকা পাইয়ে দিয়েছেন। ২২ জন ধনকুবের তিনি বানিয়েছেন। তবে কংগ্রেস কয়েক কোটি মানুষকে লাখপতি বানাবে। সেই রেশ টেনেই অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশে লোকসভা ভোটে ধরাশায়ী হবে বিজেপি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ