Daily
দেব দীপাবলীর শুরুর দিনেই তিন তিনটে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাতির উদ্দেশ্যে ভাষণে গুরু নানকের জন্মদিনে এমন ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া বইছে ভারতীয় কৃষকদের মধ্যে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ভারতীয় কৃষকরা দিল্লির সীমান্তে রাস্তায় বসে এই কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা চালিয়ে গিয়েছেন। সেই প্রতিবাদ শেষ পর্যন্ত জয়লাভ করলো প্রধানমন্ত্রীর ঘোষণায়।
জাতির উদ্দ্যেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যাহার করে নিলেন বিতর্কিত তিনটি কৃষি আইন।
সংসদের চলতি শীতকালীন অধিবেশনে বিল এনে আইন সংশোধন করে তুলে নেওয়া হবে এই তিনটি কৃষি আইন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এমন আশ্বাস দিলেন ভারতীয় কৃষকদের।
দীর্ঘদিন ধরে কৃষকরা রোদ, বৃষ্টি ও ঠান্ডাকে মাথায় নিয়ে বসে রয়েছেন দিল্লির সীমানায়। ইতিমধ্যে বহু কৃষক মারা গিয়েছেন এই আন্দোলনে। এবার কৃষকদের আশ্বস্ত করে ঘরে ফেরার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হঠাৎ কী কারণে প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিলেন তা জানা না গেলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা এর পিছনে বিভিন্ন রাজ্যে বিজেপির ভরাডুবিকেই কৃষি আইন তোলার পেছনে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
কোনরকম সর্বদল বৈঠক না ডেকে কাকপক্ষী টের পাওয়ার আগেই যেভাবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে তিন কৃষি আইন প্রত্যাহার করে নিলেন তার পিছনে উত্তরপ্রদেশ, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন গুলিতে দলের ভাবমূর্তি উজ্জ্বলের কারণকেই চিহ্নিত করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বিক্রম লাহা
বিজনেস প্রাইম নিউজ