Story
ফের ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দ্যেশ্যে ভাষণ দিতে গিয়ে তিন কৃষি আইন প্রত্যাহারের কথা জানালেন। কৃষকদের ফিরে যেতে বললেন ঘরে। ফিরতে বললেন জমিতে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই গোটা দেশ জুড়ে কৃষকরা শুরু করে দিয়েছেন জয়ের উল্লাস। বাদ নেই আমাদের বাংলাও। রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষেতখামার থেকে চাষিদের বক্তব্য-ছবি তুলে ধরলেন বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধিরা।
রাজ্যের কৃষিভিত্তিক জেলাগুলোর মধ্যে অন্যতম হল উত্তর দিনাজপুর। এই জেলার অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। শুনে নিন জেলার চাষিবন্ধুদের প্রতিক্রিয়া।
কৃষিক্ষেত্রে রাজ্যের মধ্যে বরাবরই এগিয়ে থাকে বর্ধমান। এখানে বহু মানুষের রুটিরুজি নির্ভর করে চাষবাসের উপরেই। সেখান থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরলেন চাষিবন্ধুদের প্রতিক্রিয়া। কী বলছেন তাঁরা, শুনে নেওয়া যাক।
কলকাতায় সবচেয়ে বেশি সব্জি আসে এই দক্ষিণ ২৪ পরগনা থেকেই। কয়েকদিন আগেই অতিবৃষ্টির কারণে এই জেলার কৃষকদের যথেষ্ট বিপদের মধ্যে পড়তে হয়। সেখান থেকে ফের তাঁরা ঘুরে দাঁড়াচ্ছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের কথা জানালে খুশির হাওয়া বয়ে যায় সেখানেও।
এই জেলার চাষিবন্ধুরাও যথেষ্ট খুশি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে। উৎপাদিত ফসল কোথায় বেচবেন, কার কাছে বেচবেন এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিলই। কৃষি আইন প্রত্যাহার এই সকল চাষি বন্ধুদের মুখের হাসি চওড়া করল।
কৃষি আইন প্রত্যাহারের খবর আসতেই উত্তরবঙ্গের চাষিদের মধ্যেও দেখা গেল সেই একই উচ্ছ্বাস। আলিপুরদুয়ারের কৃষকরা সমর্থন করলেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে।
একদিকে যখন কৃষকদের মধ্যে খুশির হাওয়া বইছে অন্যদিকে তেমন তৃণমূলের বিজয় মিছিল বেরোল কৃষি আইন নিয়ে।
মুর্শিদাবাদ জেলা চাষে রাজ্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। এই জেলাতে উৎপাদিত ফসল গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সেই জেলার চাষিবন্ধুদের মধ্যে বইছে খুশির হাওয়া। সেই কথাই জেলা থেকে সরাসরি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে দিল্লির সিংঘু সীমান্তে প্রতিবাদ জানিয়ে আসছিলেন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের প্রতিবাদ ক্রমশই ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। কৃষকদের এই বিরোধিতায় ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছিল মোদী সরকার। অবশেষে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় নৈতিক জয় হল দেশের কৃষকবন্ধুদেরই।
অনুপ জয়সোয়াল, মানিক দাস, পত্রলেখা বসু চন্দ্র, দীপান্বিতা দাস, দেবস্মিতা মণ্ডল, অভিজিৎ চক্রবর্তী, কুশল শরিফ
উত্তর দিনাজপুর, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ