Market

দুয়ারে ভোট। তাই বিজেপি সরকারের নজরে গ্রাম। জ্বালানি শুল্ক কিছুটা কমিয়ে দেওয়ায় ব্যাপক রাজস্ব ঘাটতির মুখে কেন্দ্রীয় সরকার। সুখের কথা, অন্যান্য ক্ষেত্রে কর আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার কাছাকাছি পৌঁছনো সম্ভব। তাই কেন্দ্রীয় সরকার গ্রামের জন্য বিশেষ কিছু প্রকল্প ঘোষণা করতে চলেছে অচিরেই।
কেন্দ্রীয় সরকারের আর্থিক উপদেষ্টারা বর্তমানে গ্রাম বাংলার জন্য নীল নকশা তৈরি করা শুরু করেছেন। উত্তর প্রদেশ ও গুজরাটের ভোটের আগে তা ঘোষণা হতে পারে। কী কী সেই প্রকল্প? পরিষ্কার নয়, তবে গ্রাম বাংলার চাকরির সংস্থান বাড়াতে চলেছে মোদী সরকার। বিভিন্ন প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক লোক নিয়োগের ব্যবস্থা আছেই। সেই সংখ্যা দ্বিগুণ করা হতে পারে। ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে চলতি বছরের জন্য, তা বাড়িয়ে ৭৫ হাজার কোটি টাকা করা হবে। পাশাপাশি কৃষিক্ষেত্রে ব্যবহৃত সারে ভর্তুকির পরিমাণ দ্বিগুণ বাড়ানো হবে। বছরের শুরুতে পাঞ্জাবের কৃষক আন্দোলনের মূল দাবি ছিল সারে ভর্তুকি বাড়ানোর।
এখানে শেষ নয়, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ফ্রি-ফুড প্রকল্প আনা হচ্ছে। ঠিক যে ভাবে রাজ্যে পাঁচ টাকায় ডিম ভাত প্রকল্প চালু রয়েছে। সুদিনের অপেক্ষায় থাকুক গ্রাম বাংলা।
ব্যুরো রিপোর্ট