Daily

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শুক্রবার সকালে রোমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে মোদী পৌঁছে গিয়েছেন ইতালিতে। সেখানে অতিমারি পরবর্তী বিশ্ব অর্থনীতির ধস নিয়ে যেমন কথা হবে বলে জানা যাচ্ছে তেমনি আফগানিস্তান ইস্যুও উঠতে পারে বলে খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইতালি সফর হতে চলেছে তিন দিনের জন্য। সূত্রের খবর, শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর যাওয়ার কথা রোমে অবস্থিত গান্ধী মূর্তি পরিদর্শন করার জন্য। সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও মোদী যেতে পারেন ভ্যাটিকান সিটিতে। জানা গিয়েছে, গান্ধী মূর্তি পরিদর্শনের পর বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে।
উল্লেখ্য, ১২ বছর পর ভারতের প্রধানমন্ত্রীর রোম সফর এবারে। এই বৈঠকে প্রধানমন্ত্রী যেমন বিশ্ব অর্থনীতির পাশাপাশি ভারতের অর্থনীতি মজবুত করার জন্য প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবেন তেমনি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক কোন জায়গায় পৌঁছতে পারে সেই বিষয় নিয়েও কথা হতে পারে। তবে বিদেশ সফরের জন্য মোদী কোভ্যাকসিনের টিকা নিয়েছেন। যদিও এই টিকার ছাড়পত্র এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র তরফ থেকে পাওয়া যায়নি।
ব্যুরো রিপোর্ট