Daily

কোভিড পরিস্থিতি বদলে দিয়েছে সারাবিশ্বের অর্থনীতি। গত দু’বছর টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সারা বিশ্ব। তবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতি। তবে এই করোনা পরিস্থিতিতে বিশ্ব জুড়ে যে আর্থিক মন্দা দেখা দিয়েছিল তার মধ্যে দাঁড়িয়েও ভারত সেই পরিস্থিতিকে শুধু সামলায়নি বরং বিশ্বের সামনে নতুন আশার আলোও তুলে ধরেছে। আর তাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল মঞ্চ থেকে আত্মবিশ্বাস এর সুর সোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।
তিনি বলেন এটাই ভারতে বিনিয়োগের সেরা সময়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভার্চুয়াল মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তার ভাষনে বলেন করোনা অতিমারারী কারণে বিশ্ব জুড়ে আর্থিক মন্দা দেখা দিলেও ভারত শত সমস্যা পার করে সেই পরিস্থিতিকে সামলেছে। এবং অবশ্যই সারা বিশ্বের কাছে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তবে করোনার জেরে বিশ্বজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সমস্যা সমাধানের জন্যই আয়োজন করা করা হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ কর্মসূচি ‘দাভোস’। অনলাইনে পাঁচদিন ধরে চলবে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘দেভস’ কর্মসূচি। এই সামিটের থিম হল ‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড’। এই বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম এ প্রধান বিশ্ব নেতারা ২০২২-এর জন্য তাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
এছাড়াও ডিজিটাল অর্থনীতিতে ভারত কতটা উন্নতি করেছে সেই কথাও নিজের বক্তব্যের মধ্যে তুলে ধরেন নরেন্দ্র মোদী। তুলে ধরেন ডিজিটাল পরিকাঠামোতে ইউপিআই, আরোগ্য সেতু এবং কোউইনের মতো প্রযুক্তিগত সমাধানের কথা। ডিজিটাল লেনদেনে ভারত যে উপরের সারিতে উঠে আসছে তার পরিসংখ্যানও দিয়েছেন মোদী। বিশ্ব মঞ্চে মোদির বক্তব্য প্রশংসীত হয়েছে।
ব্যুরো রিপোর্ট