Market
বি পি এন ডেস্ক: স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর কথা ঘোষণা করার পরেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করল কেন্দ্র। তার অন্যতম প্রধান কারণ, বঙ্গ নির্বাচন। এমনই মত বিশেষজ্ঞমহলের। কিন্তু অর্থমন্ত্রক জানিয়েছে, নির্বাচন নয়। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থেই কেন্দ্র সুদ কমানোর পরিকল্পনা প্রত্যাহার করে নিয়েছে। যে পাঁচটি রাজ্যে ভোটের হাওয়া বইছে তার মধ্যে বাংলা থেকে সবচেয়ে বেশি পরিমাণ স্বল্প সঞ্চয় প্রকল্পের অঙ্ক জমা পড়ে জাতীয় তহবিলে। পরিসংখ্যান থেকে জানা গিয়েছে,
জাতীয় স্বল্প সঞ্চয় তহবিলে রাজ্যগুলির টাকা জমার হার
জমা দেবার হার – পশ্চিমবঙ্গ -১৫.১%, তামিলনাড়ু – ৪.৮% , কেরল – ২%, অসম – ১%, পুদুচেরি – ০.১%
এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে বাংলার মানুষ এখনও ভরসা রাখেন সরকারি স্বল্প সঞ্চয়ের ওপরে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমবঙ্গ থেকে স্বল্প সঞ্চয়ের জাতীয় তহবিলে টাকা জমা দেওয়ার হার প্রতি বছরেই বাড়ছে। যার ফলে পিপিএফ, সেভিংস ডিপোজিট বা প্রবীণ নাগরিকদের যে সঞ্চয় প্রকল্প সেখানে সুদের হার কমিয়ে দিলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলার মানুষের ওপরেই।
এদিকে রাজ্যে নির্বাচনী উত্তাপ অনেকটাই বেশি। বাংলার মসনদ দখলের আশায় বিজেপি এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। এমনিতেই পেট্রোল, ডিজেল থেকে শুরু করে গ্যাসের দাম বৃদ্ধিতে ভুরু কুঁচকেছে রাজ্যবাসীর। তার ওপর সুদ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলে বিজেপি নেতৃত্বর পায়ের জমিই আলগা হয়ে যেতে পারে। কারণ বাংলার বহু মানুষ চিট ফাণ্ডের জালে পড়ে একটা সময় সর্বস্বান্ত হয়ে পরেছিলেন। যার ফলে স্বল্প সঞ্চয় প্রকল্পের ওপরেই আস্থা রয়েছে রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে মোদী সরকার কোনরকম ঝুঁকি নিতে চায় নি। তাই সুদ কমানোর সিদ্ধান্তকে বাতিল করে রাজ্যবাসীর পাশেই দাঁড়াল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।