Daily

তালিবান নিয়ে প্রথম সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি শীর্ষনেতাদের সম্মেলনে মোদীকে তালিবানদের বিরুদ্ধে এই প্রথম ঝোড়ো ব্যাটিং করতে দেখল অন্যান্য দেশ। মোদী সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, আফগানিস্তানে তালিবানি অস্থিরতা গোটা বিশ্বের কাছে সন্ত্রাসের নজির তৈরি করবে। এমনকি তালিবানী দৌড়াত্ম্যের কারণে গোটা বিশ্ব জুড়েই বাড়তে পারে সন্ত্রাসবাদ। তাই অন্য দেশেও যেন এভাবে সন্ত্রাস ছড়িয়ে না পড়ে, তার জন্য প্রতিটি দেশকে সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানকেও একহাত নিয়েছেন মোদী। নাম না করে তিনি বলেছেন সন্ত্রাসের জন্য যে অর্থের জোগানের প্রয়োজন সেই ব্যাপারে আরও কঠোর হোক এসসিও। এই সম্মেলনে চিন এবং রাশিয়াকে একযোগে মোদী স্পষ্ট করে দেন যে আফগানিস্তানে তালিবানদের আধিপত্য বাড়ার কারণে গোটা এলাকাতেই বৃদ্ধি পেতে পারে অবৈধ অস্ত্র পাচার, মাদক এমনকি মানুষ পাচারও। এই ব্যাপারে রাষ্ট্রপুঞ্জ এবং এসসিও’র পদক্ষেপ আশা করেছেন মোদী।
ব্যুরো রিপোর্ট