Trending
আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে লঞ্চ হল mYoga app। যার মাধ্যমে সারা বিশ্বের মানুষ একসঙ্গে এই অ্যাপের মাধ্যমে যোগ ব্যায়াম শিখতে পারবেন। তাই তো প্রধানমন্ত্রীর গলায় উচ্চারিত হল ‘যোগা সে সহযোগ তক’ বার্তা। যে বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী মনে করছেন আধুনিক প্রযুক্তি এবং প্রাচীন বিজ্ঞানের যোগসূত্র তৈরি হয়েছে। বর্তমানে হিন্দি, ইংলিশ এবং ফ্রেঞ্চ- এই তিনটি ভাষা পাওয়া যাবে অ্যাপে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই অ্যাপ গোটা বিশ্বে যোগ ব্যায়ামের বিস্তৃতি ঘটাতে সাহায্য করবে। নিজের বাড়িতে যে কোন সময় এই অ্যাপ থেকে নেওয়া যাবে যোগ ব্যায়ামের শিক্ষা। থাকছে বিভিন্ন অডিও লেশন এবং ভিডিও ট্রেনিং সেশন। ১২ থেকে ৬৫ বছরের যে কেউ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
হু মারফত জানা গিয়েছে, বিজ্ঞান এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই অ্যাপ ডেভেলপ করা হয়েছে। এই অ্যাপ তৈরি করতে সাহায্য করেছে হু, ভারত সরকারের আয়ুর্বেদ মন্ত্রক, যোগা এবং ন্যাচুরোপ্যাথি, উইনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। এই অ্যাপ ব্যবহারকারীদের কোনরকম তথ্য তার নিজস্ব সংগ্রহে রাখবে না। যেকারণে ১২ থেকে ৬৫ যেকোন বয়সের মানুষ পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। বর্তমানে এই হিন্দি, ইংলিশ এবং ফ্রেঞ্চ ভাষায় এলেও কয়েক মাসের মধ্যে আরও বেশ কয়েকটি ভাষা যুক্ত হয়ে যাবে এই অ্যাপের সঙ্গে।
ব্যুরো রিপোর্ট