Trending

বাংলার ভোটযুদ্ধে মোদীর তুরুপের তাস আন্ডারওয়াটার মেট্রো। এবার বাংলায় প্রচারসভা সারতে এসে সেকথাই বাংলার মানুষকে মনে করিয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী। জলের তলায় মেট্রো চালানোর পরিকল্পনা সফল হয়েছে বাংলায়। ভারতীয় রেলের প্রশংসায় পঞ্চমুখ। ভাসলেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়-এর আনন্দে। একইসঙ্গে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে শোনা গেল মোদী গর্জন।
কাটমানি, চাকরি দুর্নীতি, শিক্ষাব্যবস্থা এবং কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে ফের মমতা সরকারকে দুষলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মনে করিয়ে দিলেন বাংলার সরকারের দুর্নীতির পোল কীভাবে খুলছে সকলের সামনে। জানালেন, বাংলার জনতা এর সঠিক মূল্যায়ন করবে, সে ভরসা তাঁর রয়েছে।
বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।