Market
বেসরকারিকরণের মাধ্যমে কোষাগার ভরার লক্ষ্যমাত্রা কেন্দ্র বেশ কিছুদিন হল নিয়েছে । ১.৭৫ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় কোষাগারে ভরার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মাথা থেকে কেন্দ্র নিজের হাত সরিয়ে নিতে উদ্যোগী হয়েছে। এবার সেই বেসরকারিকরণ নিয়ে উঠে এলো চমকে দেবার মত তথ্য। শোনা যাচ্ছে, মোদী সরকার নাকি মার্চ মাসের মধ্যেই একেবারে আধ ডজন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করতে চাইছে।
বিপিসিএল, শিপিং কর্পোরেশনের মত বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই দরপত্র চাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যা চাওয়া হবে এই মাসের ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই। আর সব ঠিক থাকলে ছটি রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা চলে যেতে পারে বেসরকারি সংস্থার হাতে। যদিও আর্থিক বিশ্লেষকরা বলছেন, এতো তোড়জোড় করলেও সেটা খুব তাড়াতাড়ি সম্ভব নয়। তার জলজ্যান্ত উদাহরণ এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, এই সংস্থাকে টাটা গ্রুপের হাতে তুলে দেওয়ার জন্য একটা দীর্ঘ সময় লেগে যায়। সেই একই পদ্ধতি মেনেই যদি বেসরকারিকরণের প্রয়োজন হয় তাহলে কখনোই কেন্দ্রীয় কোষাগার এতো তাড়াতাড়ি ভরাট করতে পারবে না মোদী ক্যাবিনেট। তবে আপাতত ছটি রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা যে সম্পূর্ণ বদল হয়ে বেসরকারি সংস্থার হাতে যেতে বসেছে, সেটা নিয়ে কোন দ্বিমত নেই। শুধু অপেক্ষা সময়ের।
ব্যুরো রিপোর্ট