Market

দেশজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি। বাধ্য হয়েই একপ্রকার ব্যবসা-বাণিজ্যে লাগাম টানল ভারত। সূত্রের খবর, ভারতের পক্ষ থেকে জরুরি কৃষিপণ্যের আমদানি-রপ্তানির উপর হ্রাস টানার নির্দেশ দেওয়া হয়েছে৷ ভারতে মার্কেট রেগুলেটরের পক্ষ থেকে এক বছরের জন্য এই রাশ টানা হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, ভোজ্য তেল থেকে গম থেকে শুরু করে চাল– এই সকল সামগ্রীর আমদানি-রপ্তানির উপর লাগাম টানা হয়েছে। গোটা দেশজুড়ে যেভাবে বাড়ছে মুদ্রাস্ফীতির হার এবং একইসঙ্গে বাড়ছে খাবারের দাম তাতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়েছে। সংসদে চাপ বাড়িয়েছে বিরোধীরা। যে কারণে এই সিদ্ধান্ত নিতে হল সরকারকে। এমনটাই মনে করেছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
পরিসংখ্যান বলছে, দেশে মুদ্রাস্ফীতির হার তিন মাসে সর্বোচ্চ। পৌঁছে গিয়েছে প্রায় ৪.৯১%। এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার পরেও মুদ্রাস্ফীতিতে কোনও বদল আসেনি। পাইকারি দ্রব্যের মুদ্রাস্ফীতিও ১৪%-এর উপরে ঠেকেছে। এখন দেখার অপেক্ষা নয়া নীতির ফলে মুদ্রাস্ফীতির হার কমে কিনা।