Market

অনলাইনে পণ্য কেনার প্রতি যখন ক্রমশই ক্রেতাদের মধ্যে আস্থা জোরদার হয়েছে ঠিক তখনি ই-কমার্স সংস্থাগুলির প্রতি আরো কড়া মনোভাব দেখাল মোদী সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, চিনে তৈরি পণ্যকে যে সকল সংস্থা ভারতীয় পণ্য বলে চালাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, অনলাইনে পণ্য বেচার জন্য মোদী সরকার নির্দিষ্ট কিছু গাইডলাইন তৈরি করে দেয়। তার মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট পণ্য কোন দেশে তৈরি হচ্ছে তার সঠিক তথ্য দিতে হবে ই-কমার্স সংস্থাকে। কিন্তু দেখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এই পণ্য তৈরির তথ্যে দেখা গিয়েছে গড়মিল। এমনকি ভুয়ো তথ্য বা জাল পণ্য বিক্রি করার জন্য ইতিমধ্যেই ২১৭টি নোটিশ পাঠিয়েছে বিভিন্ন বিক্রেতাকে। তার মধ্যে ৭৬টি নোটিশ বাবদ সরকার জরিমানা থেকে আদায় করেছে ৪২ লক্ষ টাকারও বেশি।
ক্রেতা সুরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, অধিকাংশ সংস্থাই ভুয়ো তথ্য দিয়েছে। এছাড়াও রয়েছে মোদী সরকারের নির্দেশ অমান্য করা, নির্দিষ্ট মূল্যের থেকে বেশি দামে বিক্রি করা, এমনকি সঠিক দাম ক্রেতাদের কাছে পরিষ্কার না করা ইত্যাদি বিষয়গুলিও ক্রেতা মন্ত্রকের কাছে উঠে এসেছে। হেলমেট, প্রেশার কুকারের মত প্রাথমিকভাবে এই পণ্য বেছে নেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট