Market

এবার কেন্দ্রকে তোপ দাগলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরি। পেট্রোল-ডিজেলের ওপর বিপুল কর চাপিয়ে মানুষের অর্থ লুট করা হচ্ছে। এই মর্মেই টুইট করে কার্যত প্রশ্ন তুলে দেন মোদি সরকারের বিরুদ্ধে।
২০২০-২১ সালে পেট্রোল-ডিজেলের কর বাবদ আয় বেড়েছে ৩০০ শতাংশ। কিন্তু সেইভাবে বাড়েনি পরিকাঠামোয় বিনিয়োগ। শিল্পের ক্ষেত্রেও অবস্থাটা তথৈবচ। জানা গিয়েছে, আগে বিনিয়োগের জন্য যেখানে ১০ শতাংশ খরচ হত, এখন সেখানে হচ্ছে ২৫ শতাংশ। আর যে কারণে প্রশ্ন তুলে দিয়েছেন সিপিআইএমের এই বর্ষীয়ান নেতা। তাঁর প্রশ্ন তাহলে আদায়কৃত এত টাকা কোথায় বিনিয়োগ করা হচ্ছে?
ইয়েচুরির দাবি, মোদি সরকার ২০১৪ সালে সরকার গঠনের পর পেট্রোলের ওপর উৎপাদন শুল্ক বাড়িয়েছে ২১৭% এবং ডিজেলের ওপর বাড়িয়েছে ৬০৭%। যার কোন ভাগই রাজ্যকে দিতে হচ্ছে না। ফলে কেন্দ্রের আয় পৌঁছে গিয়েছে ২৫ লক্ষ কোটি টাকায়। তাহলে এই অর্থ কোন খাতে খরচা হল? হোর্ডিং, পিআর এবং ব্যানারে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে পেট্রোলিয়াম মন্ত্রী প্রত্যেকেরই বক্তব্য, এই বিপুল অর্থ খরচ করা হবে দেশের পরিকাঠামো, শিল্প এবং কর্মসংস্থানে। ভ্যাকসিনের জন্য বিপুল অঙ্কের টাকা খরচের কারণ হিসেবে তাঁরা জানিয়েছিলেন। কিন্তু আদৌ কি সেইসব খাতে টাকা খরচ করা হয়েছে? ইয়েচুরির প্রশ্নটা সেখানেই।
ব্যুরো রিপোর্ট