Daily
দ্বিতীয় মোদি সরকারের সময় পার হতে চলল সাড়ে সাত বছর। দ্বিতীয় ইনিংসে বহুবারই প্রথম থেকে মোদি সরকারকে বিরোধীরা বেচারামের সরকার বলে আসছে। বাস্তবে দেখা যাচ্ছে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ সিদ্ধান্তে খুশি নয় দেশের বিরোধী থেকে আমজনতা কেউই।
সম্প্রতি হাওড়ায় ভারতীয় রেলের ঐতিহ্যবাহী মিউজিয়ামটিকে বিনোদনের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।
আর এই সিদ্ধান্ত ঘিরেই জমে উঠেছে এখন শাসক-বিরোধী তরজা।
করোনার সময় যখন রেল চলাচল বন্ধ কিংবা অনিয়মিত ঠিক তখনই রেলের বিপুল লোকসানের বোঝা মেটাতে রেল বোর্ডের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। রেলের আয় বাড়ানোর জন্য জন্মদিন সহ সামাজিক অনুষ্ঠানের জন্য রেল মিউজিয়ামকে ভাড়া দেবার বিষয়ে কিছুদিন আগে একটি দরপত্র দেওয়া হয়। যেখানে বেশ কিছু বাণিজ্যিক সংস্থা সাড়াও দিয়েছে বলে জানা গিয়েছে। এই রেল মিউজিয়ামে রয়েছে বিভিন্ন মডেলের পুরানো স্টিম ইঞ্জিন, পুরানো মডেলের কোচ, সিগন্যাল, চাকা ও লাইনের যন্ত্রাংশ এবং ট্রেনের দুষ্প্রাপ্য ছবি আছে। মিউজিয়ামের মূল অংশে রয়েছে মিনি হাওড়া স্টেশন, বিভিন্ন কোচের মডেল, রেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি বিভিন্ন স্থাপত্য এবং আস্ত টয় ট্রেন।রয়েছে সেলুন কার। যেহেতু রেল মিউজিয়াম নিজেই শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে, তাই সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই মিউজিয়াম দেখার জন্য এখানে আসেন। এখন শহরবাসীর একাংশের বক্তব্য, রেল যদি বিনোদনের জন্য মিউজিয়াম ভাড়া দেয় তাহলে মিউজিয়াম হারাবে তার ঐতিহ্যের গরিমা।
মানস চৌধুরী, কলকাতা