Market

কৃষক বিক্ষোভে কোণঠাসা হয়ে পড়েছে মোদি সরকার। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মোদি ক্যাবিনেট কৃষক প্রতিবাদ নিয়ে রীতিমত সমালোচিত হয়েছে। এর মধ্যেই মুখ বাঁচানোর চেষ্টা করল কেন্দ্রীয় সরকার। কৃষক বন্ধুদের স্বার্থে বাড়িয়ে দেওয়া হল শস্যের ন্যূনতম সহায়ক মূল্য।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে নয়া মরশুমে রবি শস্যের উপর সহায়ক মূল্য বাড়ানো হবে বেশ কিছুটা। তার মধ্যে অন্যতম হল গম। ২০২১-২২ অর্থবর্ষে গমের সহায়ক মূল্য বাড়িয়ে করা হবে ২%। এর ফলে আগে যেখানে কুইন্টাল প্রতি গম কিনতে খরচ পড়ত ১৯৭৫ টাকা। এখন সরকারের খরচ পড়বে ২০১৫ টাকা। বার্লি, মুসুর, সর্ষে, ছোলা ইত্যাদির উপরেও বাড়তে চলেছে ন্যূনতম সহায়ক মূল্য।
উল্লেখ্য, কৃষক স্বার্থের কথা না ভেবে মোদি সরকার কৃষকদের বিপরীত স্রোতে হাঁটছে বলে কার্যত ক্ষোভে ফেটে পড়েছিল বিরোধীরা। সরকারি হাত উঠে গেলে কৃষকদের ভাগ্যে পড়বে বেসরকারি থাবা। যা রীতিমত কৃষকদের পরিস্থিতি শোচনীয় করে তুলেছিল। এরই মধ্যে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার।
ব্যুরো রিপোর্টBusiness Prime News-INCREASED_SUPPORT_PRICE_RABI_CROPS