Prime
Market
ভোডাফোন আইডিয়ায় শেয়ার বাড়াল মোদী সরকার
By BPN DESK | January 12, 2022
Market
ভোডাফোন-আইডিয়ার মালিকানা নিজের হাতে রাখছে কেন্দ্র। ৩৬ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে কেন্দ্র। সম্প্রতি টেলিকম ক্ষেত্রকে অক্সিজেন দিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, স্পেকট্রাম চার্জ এবং AGR-র বকেয়া পরিশোধের ক্ষেত্রে ৪ বছরের সময়সীমা স্থগিতাদেশ দিয়েছিল কেন্দ্র। তবে এই সময়ের মধ্যে সুদের হিসাব অব্যাহত থাকবে। যদি কোনও সংস্থা চায়, তবে তাঁরা সেই সুদের অংশ ইকুইটিতে রূপান্তর করতে পারবে, এই নিয়মও ছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের ওপর ভর করে VI বোর্ড ডিউকে ইক্যুইটিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
স্বভাবতই এই মালিকানা পেয়ে সরকারের হাতেই থাকছে এই টেলিকম সংস্থার সর্বোচ্চ অংশীদারিত্ব। এর ফলে সস্তা হতে পারে রিচার্জ রেট আশাবাদী বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট,
বিজনেস প্রাইম নিউজ