Daily

কৃষকদের ১৫লক্ষ দেওয়ার ঘোষণা মোদির। কৃষিকাজে আমূল পরিবর্তন আনতে এবং কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে বরাবরই কৃষকদের পাশে থেকেছে মোদি সরকার। আর তাই কিষান যোজনায় কৃষকদের ১৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। কিভাবে আবেদন করবেন?
এই প্রকল্পের মাধ্যমে কৃষিজ পণ্য উৎপাদনকারী সংস্থাগুলি সরকারের কাছ থেকে ১৫ লক্ষ তাজার আর্থিক সহায়তা পাবেন। সেক্ষেত্রে ১১ জন কৃষককে নিয়ে একটি সংস্থা গঠন করতে হবে। এর ফলে কৃষকরা কৃষি সরঞ্জাম বা সার, বীজ কিংবা ওষুধ কিনতে পারবেন। আগামী ৩ বছরের জন্য এই প্রকল্পের জন্য সরকার বরাদ্দ করেছে ৬৮৮৫ কোটি টাকা।
পিএম কিষাণের মূল প্রকল্পটি ২০১৮ সালে শুরু হলেও এই প্রকল্পের সুবিধা পেতে এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কৃষকদের। এব্যাপারে সরকার এখনও নিবন্ধন প্রক্রিয়া শুরু করেনি। নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেলে সংস্থা তৈরি করে কৃষকরা আবেদন করতে পারবেন। সরকারের তরফে জানানো হয়েছে, শীঘ্রই এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।
ব্যুরো রিপোর্ট