Daily

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লক্ষীর ভান্ডার প্রকল্পের ধাঁচেই মহিলাদের ক্ষমতায়নের লক্ষে প্রধানমন্ত্রী মোট ১ হাজার কোটি টাকা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে দেবেন বলে জানা গিয়েছে। বিজেপি সরকারের দাবি, প্রধানমন্ত্রীর এই বিনিয়োগে উপকৃত হবেন প্রায় ১৬ লক্ষ মানুষ।
আগামী বছরে ফেব্রুয়ারিতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই রাজ্যবাসীকে খুশি করতে একেবারে আটঘাট বেঁধে নেমে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ভোটের মুখে আদিত্যনাথের প্রত্যেকটি প্রতিশ্রুতি বাংলার উন্নয়নের জন্য দেওয়া প্রীতিশ্রুতির সঙ্গে মিলে যায়। জাতীয় গ্রামীণ জীবনযাত্রা মিশনের অধীনে মোট ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ১.১০ লক্ষ টাকা করে পাঠানো হবে। এছাড়া ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠীকেও ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
বঙ্গবাসীকে দু’হাত ভরে উপহার দিয়ে চলতি বছরেই বিধানসভা নির্বাচনে নজিরবিহীন জয়ে শিক্ষা নিয়ে তিনি ঘোষণা করেছেন আগামী ২৫ ডিসেম্বর থেকে তাঁর রাজ্যের ছাত্রছাত্রীরা পেতে চলেছেন ট্যাব এবং স্মার্ট ফোন। যোগীর এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ ।
ব্যুরো রিপোর্ট