Trending

কর্মীদের জন্য সুখবর নিয়ে আসছে মোদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী সপ্তাহে আর ৫ দিন নয় বরং ৪দিন হবে কাজ। আর ছুটি পাওয়া যাবে ২ দিনের পরিবর্তে ৩ দিন। দেশের এই নতুন শ্রম নিয়মে এমনই নির্দেশ জারি করা হতে পারে বলে খবর।
নতুন লেবার কোড নিয়ম অনুযায়ী সরকার দৈনিক কাজের সময় বাড়িয়ে করতে পারে ১২ ঘন্টা অর্থাৎ সপ্তাহে ৪৮ ঘন্টা। পরিবর্তে বাড়বে ছুটির দিন। সপ্তাহে ২ থেকে বাড়িয়ে যা করা হবে ৩ দিনে।
এছাড়াও বলা হয়েছে, কোডের ড্রাফটের নিয়মানুযায়ী ১৫ থেকে ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইমে সামিল করা যাবে। কোনও কর্মচারীকে টানা ৫ ঘন্টার বেশি কাজ করানো যাবেনা। প্রতি ৫ ঘন্টা অন্তর আধঘন্টা বিশ্রাম দিতে হবে কর্মচারীকে। বদল আসবে টেক হোম স্যালারি সিস্টেমেও। কারণ, নতুন নিয়ম অনুযায়ী বেসিক মোট বেতনের ৫০% বা তার বেশি করা হবে। তার জেরে টেক হোম স্যালারি কম হবে কিন্তু পিএফ অ্যাকাউন্টে বাড়বে অ্যামাউন্ট।
ব্যুরো রিপোর্ট