Trending
কাকদ্বীপের সভা থেকে আক্রমণাত্মক মোদী। চিরপরিচিত মেজাজেই তোপ দাগলেন সরাসরি তৃণমূল সরকারকে। প্রধানমন্ত্রী বলেন যে, তৃণমূল সরকারের হাতিয়ার হচ্ছে একটাই- ‘এটা হতে দেব না’। মোদীর বক্তব্য, তৃণমূল সরকার কোনভাবেই বিজেপির প্রতি বাংলার যে ভালোবাসা তাকে সহ্য করতে পারছে না। আর তাই টিএমসি ক্ষেপে গিয়েছে। বিকাশের জন্য মোদী যেটাই করে, তৃণমূল সরকার বলে, এটা হতে দেব না।
আর সেই কথার রেশ ধরেই এবার বাংলার মৎস্যজীবীদের কথাও তুলে ধরলেন মোদী। যেখানে তিনি বলেন, তৃণমূলের জয় মৎস্যজীবীদের আখেরে ক্ষতিই করছে। কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের জন্য কত রকম যোজনা নিয়ে এসেছে। এমনকি মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। শুরু হয়েছে পিএম মৎস্য সম্প্রদায় যোজনা। তার জন্য ২০ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু তৃণমূলের একটাই হাতিয়ার এটা হতে দেব না। বাংলার মৎস্যজীবীদের নিয়ে মোদী কী বললেন, এবার সেটা শুনে নিন।
দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ