Daily

জম্মু-কাশ্মীরের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার পরে আন্তর্জাতিক ক্ষেত্রে রীতিমত মুখ পুড়েছে নরেন্দ্র মোদী সরকারের। তাছাড়া রাজনৈতিক দিক থেকেও যে খুব একটা লাভবান হয়েছেন, এমন নয়। আর তাই, অবস্থা বিচার করে এবার জম্ম-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নিজের বাসভবনে উপত্যকার রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন। যে বৈঠকে উপস্থিত ছিলেন চার প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ ইউসুফ তারিগামি, আলতাফ বুখারি, সাজ্জাদ লোন এবং বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সহ দলের ১৪ জন নেতা।
অধিকাংশ নেতাই জম্মু-কাশ্মীরকে হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে। একইসঙ্গে বিধানসভা ভোট করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও করেন। এমনকি ৩৭০ ধারা ফেরানোর আর্জিও করা হয় প্রধানমন্ত্রীর কাছে।
বিরোধী নেতাদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে যে আসন পুনর্বিন্যাসের কাজ হবে, সেখানে বিরোধী নেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এই সিদ্ধান্ত গ্রহণের পরেই কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন সেখানকার সাধারণ মানুষ। বিক্ষোভ ঠেকাতে কেন্দ্রীয় সরকারও কড়া অবস্থান নিতে বাধ্য হয়। কিন্তু অবশেষে দেখা গেল এতদিন বাদে আবারও জম্মু-কাশ্মীরকে তার পুরনো মর্যাদা ফিরিয়ে দেবার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট