Market
রাজ্যের অন্যতম অর্থকরী ফসল হল পাট। যা রাজ্যের কৃষি অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু চিরাচরিত পদ্ধতিতে পাটের চাষ করে খুব একটা লাভের মুখ দেখতে পান না কৃষকরা। তবু বিকল্প কোন উপায় না থাকায় লাভের অঙ্ক কম রেখেই চাষ করতে হয় পাট।
কিন্তু কম খরচে লাভের অঙ্ক বেশি রেখে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে চাষিদের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হল কৃষি দফতর। পাট বোনা থেকে শুরু করে পাট পচানো। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিভাবে পাটের ফলন বাড়ানো যায় এখন সেদিকেই লক্ষ্য রাখছে তারা। উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও পাটের ফলন কিভাবে বাড়ানো যায় সেদিকেই নজর রেখেছেন কৃষি আধিকারিকরা। প্রয়োজন মত দেওয়া হচ্ছে পরামর্শ। আর কৃষি দফতরের পরামর্শ কাজে লাগিয়ে পাট চাষে যে ভালোরকম লাভ দেখা যাচ্ছে সে কথা স্বীকার করে নিলেন ভোলা পাল।
কৃষি দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি নদিয়া জেলার চাকদহ ব্লকে ২০২০-২১ সালে ৪,১৫০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে পাটের। এছাড়াও উন্নত বীজ দেওয়া হয়েছে ২৫২ জন কৃষককে। এই বিষয়ে আরো বিস্তারিত জানালেন চাকদহ ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জয় হালদার।
চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌর নগর গ্রাম সহ আটটি গ্রামে -পাট চাষের চারটি ডিসি করা হয়েছে। ৭৫ বিঘা জমি নিয়ে একেকটা ডিসি করা হয়েছে। এছাড়া ফলন বাড়াতে কৃষকদের দেওয়া হয়েছে উন্নত মানের পাট বীজ, আগাছা নাশক, পাট বোনা যন্ত্র। পাশাপাশি নির্দিষ্ট একটি জায়গায় পাট পচানোর জন্য পুকুর খনন করা হয়েছে। যার আয়তন ১৩ মিটার লম্বা, ১০ মিটার চওড়া, এবং ১.৩ মিটার গভীর। সেই সঙ্গে দেওয়া হয়েছে পলিথিন। যে পলিথিনের মাধ্যমে জল ধরে রাখার সহজ ব্যবস্থা করা হয়েছে। আর এই পুকুর তৈরির জন্য দেওয়া হয়েছে সরকারি অনুদান।
রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পাটের ফলন উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। এদিকে পাটের গুরুত্ব কৃষি অর্থনীতির জন্য ভালোরকম বেশি। যদিও সরকারি পরামর্শ এতদিন পর্যন্ত সেভাবে না পাওয়ার কারণে ক্রমশই পাট চাষে অনীহা দেখাচ্ছিলেন কৃষকরা। অন্যদিকে কৃষি দফতরের সাহায্য পাট চাষিদের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। তার ফলে যথেষ্ট লাভবান হবেন তাঁরা। আর লাভবান হলেই পাট চাষিদের মধ্যে আগেরমত উৎসাহ ফিরে আসবে। তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে বেশি লাভবান হয়েও পাট চাষ করা যায়, সেই আশাতেই রয়েছেন চাকদহের পাট চাষিরা।
দেবস্মিতা মণ্ডল
উত্তর ২৪ পরগনা