Story
কৃষিক্ষেত্রে নতুন নতুন দিশায় চাষ করে অভিনবত্ব আসছে। এবার পলিহাউজ চাষ করে কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখালেন জোথারান গ্রামের বাসিন্দা শেখ ইয়াদ আলি। হুগলী জেলার ধনিয়াখালি ব্লকে বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে আতমা প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টায় পলি হাউজ তৈরি করার জন্য ৫০ হাজার টাকা অনুদান পেয়েছিলেন তিনি। সেখানেই তিনি অসময়ে মুলো, গাজর, ধনেপাতা চাষ করেছেন।
কৃষক শেখ ইয়াদ আলি জানান এই চাষে কীটনাশক সার কম লাগায় খুব অল্প খরচে সহজ ভাবে চাষাবাদ করা সম্ভব হয়। এতে ফসলের ক্ষতি তো হয়ই না উপরন্তু চাষাবাদে সাফল্যও আসে। শেখ ইয়াদ আলি জানান যে পলি হাউজের মাধ্যমে অসময়ে ফসল ফলিয়ে অনেক বেশি মুনাফা অর্জন করা যায়। তাই এই সময়ে ফসল বাজারে বিক্রির ক্ষেত্রেও তিনি ডবল মুনাফা অর্জন করতে পারেন।
দেবস্মিতা মণ্ডল, হুগলি