Trending
করোনা পাল্টে দিয়েছে মানুষের অভ্যাস। জীবনযাত্রার ছবিটাও বদলে গিয়েছে অনেকটাই। সংক্রমণের ভয়ে বহু মানুষ গোটা একটা বছর কাটিয়ে দিয়েছেন ঘরের ভেতর। বাদ যায়নি পরিবারের ছোট সদস্যরাও। স্কুল হোক বা মাঠ সবই এখন গ্যাজেটসে। ফলে টেক স্যাভি হয়ে পড়েছে তারা। ঘন্টার পর ঘন্টা মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের ওপরেই তাদের চোখ আটকে থাকছে যা রীতিমত ভয় দেখাচ্ছে বাবা-মায়ের মনে। কিন্তু ছেলেমেয়েদের এই আকর্ষণ খুব একটা দীর্ঘস্থায়ী নয়, সম্প্রতি এমই খবর জানাল একটি সমীক্ষা। যেখানে বলা হচ্ছে, সময়ের সঙ্গে পাল্টে যাবে এই আকর্ষণ।
সম্প্রতি, আমেরিকায় ১৮-৩০ বছরের যুবকদের ওপর একটি সমীক্ষা চালান হয়। তারপর অ্যাডভান্সেস ইন লাইফ কোর্স রিসার্চে প্রকাশিত হয়েছে এই সমীক্ষার রিপোর্ট। যেখানে বলা হয়েছে, কোনকিছুর প্রতিই গুরুতর ভাবে আকৃষ্ট হবে না তারা। টেকনোলজির প্রতি ছেলেমেয়েদের এই আকর্ষণ সময়ের সঙ্গে বদলেও যাবে।
সময় এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে প্রত্যেককেই। এখন গোটা বিশ্বের যাবতীয় খোঁজখবর স্ক্রিনের ওপর চোখ রাখলেই পাওয়া যাচ্ছে। শুধু থাকতে হবে একটি গ্যাজেট এবং নেট পরিষেবা। যা পরিবারের ক্ষুদে সদস্যদের মধ্যে আকর্ষণ দারুণভাবে বাড়িয়ে দিয়েছে। যাকে সর্ষের মধ্যে ভূত লুকোনোর মতই ভাবছেন বাবা-মায়েরা। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে চোখ আটকে রাখার কারণে শারীরিক ক্ষতি এবং মানসিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তবে সমীক্ষা বলছে, সময়ের সঙ্গে পাল্টে যাবে সবই। একটা সময় আসবে যখন এই গ্যাজেটসের ওপর আকর্ষণ কমে যাবে অনেকটা। তাই বাবা-মায়ের চিন্তার তেমন কোন কারণ নেই।
ব্যুরো রিপোর্ট