Trending

এ যেন খালে কুমীর, ডাঙায় বাঘের ভয়। ভাইরাসের কারণে মোবাইল, ট্যাবই যখন হয়ে উঠেছে মানুষের সর্বক্ষণের সঙ্গী তখন আশঙ্কার মেঘ দেখছেন চিকিৎসকমহল। তাঁরা জানাচ্ছেন, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কমে যাচ্ছে শারীরিক পরিশ্রম। যার ফলে ওবেসিটি গ্রাস করছে ব্যপকভাবে। পাশাপাশি বাড়ছে হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনাও। এখানেই শেষ নয়। অতিরিক্ত মোবাইলের ব্যবহারে পাল্টে যাচ্ছে খাদ্যাভ্যাস। ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রভাব পড়ছে অনেক বেশি। অনলাইন ক্লাস শেষেও পড়ুয়াদের মোবাইল যেন নেশায় পেয়ে বসেছে। সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে শরীরের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। চোখের ক্ষতি যেমন হচ্ছে, তেমনই জীবন ধারণের দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, দিনে ৫ ঘন্টার বেশি মোবাইল ব্যবহার না করাই উচিৎ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর কোন ব্যতিক্রমী উপায় আছে? ক্লাসের পাশাপাশি কর্মীদের এখন সবচেয়ে বড় ভরসা তো এই মোবাইলই। ভাইরাস হানায় পাল্টে গেছে জনজীবনের সাদামাটা ছবিটা। পাল্টেছে শরীরের ক্লক। তাই, সংক্রমণ এড়াতে ঘরের মধ্যে বন্দি থেকে একদিকে মোবাইলে যেমন অফিস, পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে, তেমন অন্যদিকে চুপিসারে রোগ এসে বাসা বাঁধছে শরীরে।
ব্যুরো রিপোর্ট