Trending

কোভিড আক্রমণে হোঁচট খেয়েছিল মোবাইল বিক্রি। গত বছর মার্চ মাস থেকে লকডাউন জারি হবার পর মোবাইল সংস্থাগুলির ব্যবসা একেবারে তলানিতে এসে পৌঁছয়। এরপর উৎসবের মরশুম থেকে আবার কোম্পানিগুলি ঘুরে দাঁড়াতে শুরু করে, কারণ ক্রেতাদের মধ্যে বাড়তে থাকে চাহিদা। বছর ঘোরার সঙ্গে বিক্রির পরিমাণও বেড়ে যায় অনেকটাই। কিন্তু সংস্থাগুলিকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হয়। তার অন্যতম কারণ সংস্থায় কর্মীদের অভাব এবং করোনা সংক্রান্ত নানান বিধিনিষেধ।
পরিস্থিতির উন্নতি যখন সবেমাত্র শুরুর দিকে ঠিক তখনই করোনার সেকেন্ড ওয়েভ এসে আছড়ে পড়ল দেশের ওপর। দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষ পাড় করলেও সংস্থাগুলি রইল নিজেদের লক্ষ্যে স্থির। স্যামসাং, শাওমি বা লাভার মত সংস্থাগুলি কোনভাবেই প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়তে চাইল না। দেশীয় বাজারে জোগান ধরে রাখার জন্য বিভিন্ন মোবাইল সংস্থাগুলি নিল অভিনব উদ্যোগ। করোনার সংক্রমণের কারণে যাতে না ফের ঘাটতি তৈরি হয় তার জন্য ইতিমধ্যেই ফক্সকন, স্যামসাং বা শাওমির মত কোম্পানিগুলি বিভিন্ন হাসপাতালের সঙ্গে নিজেদের টাই আপ করেছে। পাশাপাশি সংস্থাগুলিতে নেওয়া হচ্ছে বাড়তি সংখ্যক কর্মী। কারণ তাদের লক্ষ্য করোনা যেন ব্যবসায় ফের ক্ষতি ডেকে না আনতে পারে। এখন সংস্থাগুলির পাখির চোখ, চাহিদার সঙ্গে যথাযথ বজায় রাখা সাপ্লাই চেন।
বি পি এন ডেস্ক