Daily
দীর্ঘ ৫৭ বছর পর উত্তরবঙ্গের সঙ্গে জুড়ছে বাংলাদেশ। পাহাড়সুন্দরী উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় করতে দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে চালু হল মিতালি এক্সপ্রেস। মিতালি এক্সপ্রেসের হাত ধরে ভারত-বাংলাদেশের মধ্যে এই নিয়ে তৃতীয় রেল পরিষেবা চালু হল।
করোনা মহামারির আগে থেকেই মিতালি একপ্রেস চালু হওয়ার কথা ছিল। তাই উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মানুষ এই রেল পরিষেবা চালু হওয়ার বিষয়ে অধীর অপেক্ষায় ছিলেন। অবশেষে এই পরিষেবা পাকাপাকিভাবে চালু হওয়ায় খুশির হাওয়া বইছে দুই বাংলায়। দুই বাংলা যেন আরও কাছাকাছি আসল এই মিতালি একপ্রেসের হাত ধরে। যদিও ট্রেনের ভাড়া নিয়ে খানিক দ্বিমত প্রকাশ করেছেন কয়েকজন।
সপ্তাহে দুদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকা অবধি চালু থাকছে এই পরিষেবা। বাংলাদেশের মানুষের কাছে পাহাড়সুন্দরী উত্তরবঙ্গ এবং সিকিমে পৌঁছনো এখন আরও সহজ হতে চলেছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবার পূর্ববঙ্গের মানুষ এই মিতালি এক্সপ্রেসে চড়েই নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে পারবেন। এমনকি নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থাও। কীভাবে টিকিট কাটবেন? কোন স্টেশনে টিকিট অ্যাভেলেবল, কিংবা ট্রেনে ওঠার নিয়ম কি? শুনে নিন।
বাংলার পর্যটন শিল্পের জন্য মিতালি এক্সপ্রেস এক মাইলফলকই বটে। আর এই ট্রেন পরিষেবা চালু পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী উত্তরবঙ্গের পর্যটন শিল্পমহল।