Prime
Daily
মীরাবাঈ চানুকে পুলিশ সুপার নিয়োগ করলো মনিপুর সরকার
By sanchitabpn21 | July 27, 2021
Daily
মীরাবাঈ চানুকে পুলিশ সুপার নিয়োগ করলো মনিপুর সরকার। মনিপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ হতে চলেছেন তিনি, ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।
এছাড়া টোকিও অলিম্পিক্সে পদক জেতায় মীরাবাঈ চানুকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তাঁকে উচ্চ পদে নিয়োগ করার কথাও জানালেন তিনি।
টোকিও অলিপিক্সে রৌপ পদক জয়ী মীরাবাঈ চানু ভারতের গর্ব। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি মণিপুর রাজ্যবাসী। আর তাই, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
ব্যুরো রিপোর্ট