Daily

ভারতে ক্রিপ্টোকারেন্সি বাজার নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে, এটুকু স্পষ্ট যে, বিটকয়েনকে এখনই মুদ্রার স্বীকৃতি দিতে নারাজ অর্থমন্ত্রক। এবারের শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি বিল পেশ করার কথা রয়েছে অর্থমন্ত্রকের। ২৯ নভেম্বর অধিবেশন শুরুর আগের মুহূর্তে অর্থমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে, এখনই দেশে বিটকয়েনকে মুদ্রা হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাব নেওয়া হচ্ছে না।
সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রটনা ছিল, আসন্ন শীতকালীন অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি বিলের মাধ্যমে দেশে যাবতীয় ক্রিপ্টোকারেন্সি বাতিল করা হতে পারে। আর এদিন অধিবেশনের শুরুতেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে মতামত স্পষ্ট করলো তারা। রিপোর্টের মাধ্যমে বলা হয়েছে, শীর্ষ ব্যাংকের আওতায় অফিসিয়াল ডিজিটাল মুদ্রা নিয়ে আসবে সরকার। তাই যাবতীয় ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা হবে দেশে। তবে হয়তো উন্নতশীল টেকনোলজির স্বার্থে কিছু ক্ষেত্রে বিটকয়েনেকে ছাড় দেওয়া হতে পারে।
দেশের বেশ কিছু বেসরকারি সংস্থা নিজেদের আর্থিক স্বার্থে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন করে চলেছে। বেশি লাভের আশায় বিনিয়োগ বাড়ছে ক্রিপ্টোকারেন্সিতে। তবে এই লগ্নি যে বেশ ঝুঁকিপূর্ণ সে বিষয়ে বারবার সতর্ক করেছে সরকার। অবশেষে এবার অধিবেশনের শুরুতে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ে মতামত স্পষ্ট করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
ব্যুরো রিপোর্ট