Daily

২০১১-র পর তৃণমূলের নেতা মন্ত্রীদের জেলমুখো হতে হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এতদিন পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু থার্ড ইনিংসে ঘেঁটে গেল সব অঙ্ক।
হল না বাড়ি ফেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শত প্রচেষ্টা গেল বিফলে। চার মন্ত্রীর জামিন রদ করল কোলকাতা হাইকোর্ট।
গতকাল সকাল বেলা আচমকাই সিবিআই বাড়ি বাড়ি গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং তৃণমূলের প্রাক্তনী শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করে। তারপর দিনভর চলতে থাকে রাজনৈতিক নাটক। মুখ্যমন্ত্রী নিজে নিজাম প্যালেসে গিয়ে ধর্নায় বসেন। এদিকে গোটা রাজ্য জুড়ে শাসকদলের কর্মী, সমর্থকেরা ফুঁসে ওঠেন। ব্যাঙ্কশাল কোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আশার আলো তৈরি হয়। কিন্তু জল ঢেলে দিল কলকাতা হাইকোর্ট।
প্রধান বিচারপতি জামিন রদ করে দেন। আপাতত চারদিন তাঁদের থাকতে হবে কারাগারের অন্যপ্রান্তে। তৃণমূলের অন্দরে বিজেপির পক্ষপাতীত্বের অভিযোগ ওঠে। নাহলে ঐ একই মামলায় শুভেন্দু এবং মুকুল রায় কেন বাদ থাকলেন, কেন সিবিআই তাঁদের দিকে হাত বাড়ালেন না উঠেছে সেই প্রশ্ন।
ব্যুরো রিপোর্ট