Story

ছোট থেকেই স্বপ্ন ছিল ব্যতিক্রমী হবেন। সংসারে চরম অভাব না থাকলেও বাবার উপার্জনের পুরোটাই খরচ হয়ে যেত মাসের শেষে। তিনি ছিলেন একটি সাধারণ মিষ্টির দোকানের মালিকের বড় ছেলে।
তার বাবা চেয়েছিলেন ছেলে শিক্ষিত হোক। তাই ছেলের পড়াশুনো চালিয়ে যাবার জন্য কোনদিন কার্পণ্য করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের ডিগ্রি নিয়ে তিনি শুরু করেন স্বপ্ন দেখা।
ছোটবেলায় বিক্রি করেছেন দুধ। বড় হয়ে ৫ হাজার টাকা মাস মাইনের চাকরিও করেছেন। কিন্তু ছকে বাঁধা উপার্জনে তার মন আটকে ছিল না। আলাদা কিছু করার সিদ্ধান্ত নেন ১৯৯০ সালে। এরপর বাংলাদেশের মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করা একটি এনজিও গ্রাম্য কল্যাণ সমিতির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ শুরু করেন। তিনি লক্ষ্য করেন, অল্প টাকা দিয়ে মহিলারা ব্যবসা শুরু করে আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছেন। তখন তিনি সিদ্ধান্ত নেন এমন একটি ব্যাঙ্ক বানাবেন যা মহিলাদের স্বনির্ভর হতে সবসময় সাহায্য করবে। ব্যাঙ্কের নাম রাখলেন বন্ধন ব্যাঙ্ক।
বর্তমানে বন্ধন ব্যাঙ্কের বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। গোটা দেশে ছড়িয়ে আছে প্রায় ২ হাজার শাখা। কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পর এক অভাবনীয় সাফল্যের গল্প লিখেছেন বন্ধন ব্যাঙ্কের প্রধান চন্দ্রশেখর ঘোষ।
ব্যুরো রিপোর্ট