Daily

এক কেজি, দু কেজি নয়। এক্কেবারে ২০ কেজি।মানত পূরণ করতে ২০ কেজি দুধে স্নান পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী দীপক ঘোষের। তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসলে তৃণমূল কংগ্রেস কুড়ি কেজি দুধে স্নান করবেন।এমনটাই মানত করেছিলেন দীপক বাবু।
ফলাফল ঘোষণা হওয়ার পরেই ,পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর এলাকায় কুড়ি কেজি দুধ দিয়ে স্নান করেন তিনি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাঁর মাথায় এক ঘটি করে দুধ খেলে তাকে স্নান করিয়ে দেন। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী ও এলাকারই বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথকে অভিনন্দন জানান তিনি।
তবে, এমতপরিস্থিতিতে এইধরনের ক্রিয়াকলাপ কতটা মানবিক? সেটাই প্রশ্ন উঠেছে।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান