Market

বিগত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে SBI রিসার্চ জানিয়েছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার ব্যাপারে মধ্যবিত্তরাই সবথেকে বেশি এগিয়ে আছেন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এই মধ্যবিত্তদের অবদান অনস্বীকার্য। রিপোর্টে বলা হয়েছে যে এই মধ্যবিত্তদের আয় বেড়েছে বলেই এটা সম্ভব হয়েছে।
ডেসিফারিং ইমারজিং ট্রেণ্ডস ইন আইটিআর ফাইলিং রিপোর্ট নামাঙ্কিত গবেষণাপত্রে মধ্যবিত্তদের আয় বেড়েছে বলে SBI দাবি করেছে। বিগত ১০ বছরে নিম্ন বিত্তরা উচ্চবিত্ত শ্রেণিতে উন্নীত হয়েছে বলেও রিপোর্টে বলা হয়েছে। এই রিপোর্ট অনুসারে ২০১২-১৩ অর্থবর্ষে ভারতে মধ্যবিত্তদের বছরে গড় আয় ছিল ৪.৪ লক্ষ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১৩ লাখ। যেহেতু বহু মানুষ নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তে উন্নীত হয়েছে তাই গড় হারেও তার প্রতিফলন স্পষ্ট।
এই যুক্তির পক্ষে রিপোর্টে যে পরিসংখ্যান দেখানো হয়েছে তাতে বলা হয়েছে যে ২০১১ সালে যে ১ কোটি ৬০ লক্ষ মানুষ আয়কর রিটার্ন জমা দেন তার মধ্যে ৮৪% মানুষের বার্ষিক আয় ছিল ৫ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু ২০২২ সালে যে ৬ কোটি ৮৫ লক্ষ মানুষ আয়কর রিটার্ন জমা দেন তার মধ্যে ৬৪% এর বছরে আয় ছিল ৫ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ এটা স্পষ্ট যে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ নিম্ন বিত্তদের জন্য আয়ের স্কেল থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই রিপোর্টের আরও একটি পজিটিভ দিক সামনে এসেছে। যদি বছরে আয় ২.৫ লক্ষের নীচে হয় তাহলে ওই ব্যক্তিকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। কারণ তারা করের আওতায় পড়েন না। গবেষণায় দেখা গেছে যে ২০১১ সালে যেখানে এমন মানুষের সংখ্যার হার ছিল ৮৪.১০ সেখানে ২০২২ এ তা কমে হয়েছে ৬৪%।
SBI এর এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ২০৪৭ সালে মধ্যবিত্তের গড় বার্ষিক আয় ৪৯.৭০ লক্ষে পৌঁছবে ফলে স্বাভাবিকভাবেই করদাতা মানুষের সংখ্যাও ৭ কোটি থেকে বেড়ে প্রায় ৪৮ কোটিতে গিয়ে দাঁড়াবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ