Daily

অনুপ জয়সোয়াল, উত্তর দিনাজপুরঃ মিড ডে মিল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য চাল, ডাল, সয়াবিন, চিনি, সাবান সহ একাধিক প্রয়োজনীয় দ্রব্য মজুত করে রাখা ছিল। অসহায় এবং দুঃস্থ পরিবারের শিশুদের জন্য এই মিড ডে মিলই ভরসা। প্রায় দুই শতাধিক পড়ুয়াদের জন্য মজুত করে রাখা মিড ডে মিল বুধবার ভাগ করে দেওয়ার কথা ছিল। সেইমত পড়ুয়ারা স্কুল প্রাঙ্গণে হাজিরও হয়। ইতিমধ্যে শিক্ষকদের নজরে আসে বন্ধ দরজার তালা ভাঙা। ভেতরে পড়ে রয়েছে সামান্য কিছু চাল এবং আলু। বাকি ২৩৪ জনের বরাদ্দ প্যাকেট চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বিষয়টি স্কুল পরিদর্শক সহ স্থানীয় পুলিশের নজরেও আনা হয়েছে। দুষ্কৃতীদের এই কুকর্মের জেরে খিদে পেটে বাড়ি ফিরতে হল দুঃস্থ পড়ুয়াদের।