Market

শীঘ্রই গেমিং ইতিহাসে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা। এবার বিশ্বমানের গেমিং কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে কিনতে চলেছে আমেরিকার অন্যতম টেক জায়ান্ট সংস্থা মাইক্রোসফট। ৬ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে এই গেমিং জয়েন্টকে নিজেদের তালিকাভুক্ত করতে চলেছে মাইক্রোসফট। গেমিং কোম্পানি বেথেসডা কেনার ঠিক এক বছরের মাথায় আরও এক গেমিং জায়েন্ট কোম্পানিতে বিনিয়োগের কথা ঘোষণা করলো মাইক্রোসফট।
অ্যাক্টিভিশন ব্লিজার্ডে বিনিয়োগ মাইক্রোসফটের ইতিহাসে এখনও পর্যন্ত ঘটতে চলা সবচেয়ে বড় ঘটনা হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে, আগামী ২০২৩ সাল নাগাদ এই চুক্তি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আর এই চুক্তি বাস্তবায়িত হলে শুটার গেম নির্মাতা কল অফ ডিউটি, বিনোদন ভিডিও প্রস্তুকারক ওয়ারক্র্যাফট ও মাল্টিপ্লেয়ার শুটার গেম নির্মাতা ওভারওয়াচের মত গেমিং ফ্র্যাঞ্চাইজির তথা এই প্রতিষ্ঠানগুলোর মালিক হবে মাইক্রোসফট। এর মাধ্যমে গেমিং-এর ইতিহাসে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে ঘোষণা করেন কোম্পানির কর্মকর্তারা।
বিশ্বের অন্যতম বিলিয়নিয়ার বিল গেটসের হাত ধরে চলতে শুরু করা এই কোম্পানী এর আগেও বহু সংস্থায় বিনিয়োগ করেছে। তাদের মধ্যে অন্যতম কয়েকটি হলো লিংকডইন (২০১৬), স্কাইপ (২০১১), ইনফরমেটিকা (২০১৫), মোজাং (২০১৪), অ্যাকুয়ান্টিভ (২০০৭) ইত্যাদি।
ব্যুরো রিপোর্ট