Daily

পুরস্কার পাচ্ছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এবার বসতে চলেছেন সংস্থার চেয়ারম্যান পদে। ঠিক যে দায়িত্ব ২০০০ সালে সামলে এসেছেন বিল গেটস। কিন্তু কী কারণে সত্য নাদেলাকে দেওয়া হল চেয়ারম্যানের আসন?
সিইও হবার পর থেকেই সত্য নাদেলা মাইক্রোসফটে এনেছেন আমূল পরিবর্তন। তাঁর সময়েই মাইক্রোসফট ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ্লিকেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে নজর দেয়। যে কারণে হু হু করে বাড়তে থাকে মাইক্রোসফটের ভ্যালু। ২০১৪ সাল থেকে সংস্থার তৎকালীন সিইও স্টিভ বলমারের থেকে সত্য’র কাঁধে এসে পড়ে সিইও’র গুরু দায়িত্ব। দেখা যায়, এই ক’বছরে মাইক্রোসফট ৩ মার্কিন ট্রিলিয়ন ডলার রেকর্ড করেছে। যা এককথায় অবিশ্বাস্য। এমনকি সিইও পদে থাকার সময় অতিমারির ধাক্কাও কাবু করতে পারেনি মাইক্রোসফটকে।
জানা গিয়েছে, অতিমারির ঢেউতে যখন একের পর এক কোম্পানি অর্থনৈতিক সংকটের ভয়ে কিছুটা কাঁটা হয়েছিল তখন মাইক্রোসফটের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। গত বছর এবং এই বছরে মাইক্রোসফট ৩৫ বিলিয়ন মার্কিন ডলার লাভ করেছে। নিজের পরিশ্রম এবং অধ্যবসায় দিয়ে সংস্থাকে বিশ্বের দ্বিতীয় লাভজনক সংস্থায় নিয়ে গেছেন সত্য নাদেলা। আর সেই কারণেই কোম্পানির সকল বোর্ড সদস্যদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে নাদেলা বসতে চলেছেন চেয়ারম্যানের পদে।
ব্যুরো রিপোর্ট