Trending

বি পি এন ডেস্কঃ এমআই, স্যামসাংয়ের মোবাইল বাজারে কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরে এল মাইক্রোম্যাক্স। সাধ্যের মধ্যে মাইক্রোম্যাক্স নিয়ে এল তাদের নতুন মডেল মাইক্রোম্যাক্স ইন ওয়ান। ৫০০০ এমএএইচ ব্যাটারি চালিত এই মোবাইলে রয়েছে দুটি ভিন্ন ফিচার। একটির র্যাম ৪ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি এবং অন্যটি ৬ জিবি, ১২৮ জিবি। রয়েছে মাইক্রো এসডি কার্ডের একটি ডেডিকেটেড স্লট। যা এক্সপ্যান্ড করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত। নতুন ফিচার যুক্ত এই মোবাইলে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা এবং একটি ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটিও হার মানাবে অন্যদের। তিনটি রিয়ার ক্যামেরার একটি ৪৮ মেগাপিক্সেল, ডেপথ অফ ফিল্ডের জন্য ২ মেগা পিক্সেল এবং ম্যাক্রো ক্যামেরার জন্য রয়েছে ২ মেগা পিক্সেল। এবং ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগা পিক্সেলের।