Jobs

ফিল্ড অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে মাইক্রো ফিনান্স কোম্পানি। কয়েকশো ছেলে মেয়ে নিয়োগ করতে চলেছে রাজ্যের নামকরা ক্ষুদ্রঋণ কোম্পানি। পশ্চিম মেদিনীপুরের নতুন শাখা অফিসে এই নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা জানেন কী? যেকোন শাখায়ে উচ্চমাধ্যমিক পাস করলেই থাকছে আবেদনের সুযোগ।তবে মনে রাখবেন বাইক অথবা স্কুটি থাকাটা আবশ্যক।
কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।ফ্রেশারস দের সুযোগ তো রয়েছেই।তবে experience থাকলে বয়সের ক্ষেত্রে ছাড় যাবে।নিয়োগ করা হবে walk in interview এর মাধ্যমে।
ইন্টার্ভিউ এর তারিখ ৩০.৯.২০২৩। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। ইন্টার্ভিউ এর স্থান –লজ গ্রীন প্যালেস, নির্মল হৃদয় আশ্রমের কাছে স্টেশন রোড মেদিনীপুর।ই-মেইলঃ hr@dcbs.in, বিস্তারিত জানতে নজর রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে www.dcbs.in.
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ