Market

লকডাউনে মানুষের সঞ্চয় পৌঁছে গিয়েছে তলানিতে। যে কারণে ব্যাঙ্কে জমছে কম। কিন্তু নগদ জমছে বেশি। মানুষ নগদেই টাকা রাখছে বেশি। আর এই প্রবণতার কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেননি অর্থনীতিবিদরা।
২০১৮-১৯ সালে দেশের মানুষ নগদে সঞ্চয় করেছিলেন ২.৭৮ লক্ষ কোটি টাকা। ২০১৯-২০ সালে ছিল ২.৮৩ লক্ষ কোটি টাকা। কিন্তু ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে এই নগদ সঞ্চয়ের পরিমাণ বেড়েছে ৩.১৬ লক্ষ কোটি টাকা।
রিজার্ভ ব্যাঙ্কের এই তথ্যের কোন নির্দিষ্ট কারণ খুঁজে পাননি অর্থনীতিবিদরা। তবে মনে করা হচ্ছে, সঞ্চয়ে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ, লকডাউনে অনিশ্চয়তার কারণে মানুষ নগদ পরিমাণ বাড়ানোর দিকে বেশি ঝুঁকেছেন। এদিকে মানুষের আয় কমে যাওয়ার কারণে টান পড়েছে সঞ্চয়ে।
পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে নগদের অঙ্ক দাঁড়িয়েছে ২৫.৪৭ লক্ষ কোটি টাকা। যার অধিকাংশই মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের মানুষেরা। যারা শেয়ার বাজারে লগ্নি করার দিকে না ঝুঁকে নগদে জমানোকেই অনেক নিশ্চিন্ত বলে মনে করেছেন।
ব্যুরো রিপোর্ট