Daily

বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। বাড়াচ্ছে কলকাতা মেট্রো। আজ থেকেই চালু হচ্ছে এই পরিষেবা।
মেট্রো রেল সূত্রে খবর, বুধবার থেকে প্রতিদিন সকালে ও বিকালে আপ এবং ডাউন মিলিয়ে তিন জোড়া করে স্পেশাল ট্রেন যাতায়াত করবে। যাতায়াত করতে পারবেন হাসপাতাল, সংবাদমাধ্যম, ব্যাঙ্ক, বীমা কর্মীরা এবং পুলিশকর্মীরা। জরুরী পরিষেবা ভিত্তিতেই এই যাতায়াতের সুবিধা পাবেন তাঁরা। তবে এখনো টোকেনের ব্যবহার চালু না হবার জন্য তাদেরকে যাতায়াত করতে হবে স্মার্ট কার্ডের মাধ্যমে।
উল্লেখ্য, এই পরিষেবা আগামী শনিবার পর্যন্ত সপ্তাহে ছদিন সকালবেলা সাড়ে নটা, দশটা এবং ১০:৪৫-এ দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে। আর সন্ধ্যেবেলা সাড়ে চারটে, পাঁচটা এবং সাড়ে পাঁচটায় ছাড়বে।
অতিমারির দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত বাংলার জনজীবন। সংক্রমনের পায়ে বেরি লাগাবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে চালু করেন কঠোর বিধি নিষেধ। আগামী পয়লা জুলাই পর্যন্ত সেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বর্তমানে তা কিছুটা শিথিল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু লোকাল ট্রেন, বাস, অটো, ট্যাক্সির মত গণপরিবহনের চাকা এখনো থমকে। এদিকে বেসরকারি অফিস খুলে যাওয়ার জন্য এবং কর্মস্থলে পৌঁছানোর জন্য যাত্রীদের রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও মনে করা হচ্ছে কলকাতা মেট্রোর এই বিশেষ পরিষেবা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের যাতায়াতে অনেকটাই স্বস্তি দেবে।
ব্যুরো রিপোর্ট