Prime
Daily
এবার থেকে রবিবারও গড়াবে মেট্রোর চাকা
By sanchitabpn21 | August 19, 2021
Daily
এবার থেকে শহরের বুকে রবিবারও গড়াবে মেট্রোর চাকা। আগামী ২৯ শে আগস্ট থেকে এই পরিষেবা কার্যকর হবে।
রবিবারে মেট্রো পরিষেবা চালু হলেও, সাধারণ যাত্রীরা নন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এদিন মেট্রোয় চড়ার সুযোগ পাবেন। মেট্রো কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, এদিন দুপুর ২টো থেকে রাত ১০ টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আপ ও ডাউন লাইনে ৩৮টি করে মোট ৭৬টি মেট্রো চালানো হবে। ১০মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
অন্যদিকে শনিবারও বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। ৮ মিনিটের ব্যবধানে সারাদিনে চলবে মোট ১৭২ টি মেট্রো। তবে শনি ও রবিবার দুদিনই কেবলমাত্র জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীরাই এই পরিষেবা পাবেন।
ব্যুরো রিপোর্ট