Daily

১৯টি পদে নিয়োগ করবে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন। ইঞ্জিনিয়ার ও আর্কিটেকচার পদে নিয়োগ করবে বলে জানা গিয়েছে। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ
https://english.bmrc.co.in এই লিংকে ক্লিক করলে আবেদন করা যাবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে দেরি করবেন না যেনো।
অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের নিয়োগ করবে কর্তৃপক্ষ। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বিই/ বি. টেক/ বি. আর্কিটেকচার পদে ডিগ্রি ছাড়াও ডিপ্লোমা ইন আর্কিটেকচারের যোগ্যতা থাকা আবশ্যিক। একইসঙ্গে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবে কর্তৃপক্ষ।
আবেদনপত্রটি যথাযথ ভাবে পূরণ করে আগামী ১৭ জানুয়ারির মধ্যে জেনারেল ম্যানেজার (এইচআর), ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, তৃতীয় তল,বিএমটিসি কমপ্লেক্স, কে. এইচ. রোড, শান্তিনগর, ব্যাঙ্গালোর ৫৬০০২৭, এই ঠিকানায় আবেদন পত্রের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে।
ব্যুরো রিপোর্ট