Daily
এবার যেন আরও ব্যস্ত রাজধানী ঢাকা। মাঝেমধ্যেই আকাশপথে গতির তুফান তুলছে ঝাঁ চকচকে মেট্রো রেল। সামান্য সময় ব্যবধানেই ঢাকার উত্তরা স্টেশন থেকে বেরিয়ে আসছে একেকটা ইলেকট্রিক মেট্রোরেল। তারপর বিভিন্ন স্টেশনের গা বেয়ে পৌঁছে যাচ্ছে আগারগাঁও। আর মেট্রো রেলের এই ট্রায়াল রানই জানান দিচ্ছে, খুব শীঘ্রই ঢাকার পরিবহণ মানচিত্রে জায়গা করে নিচ্ছে মেট্রো রেল। হাতে সময় মাত্র দু’মাস। আগামী ডিসেম্বরের মধ্যেই বানিজ্যিকভাবে ঢাকার রাস্তায় চলবে মেট্রোরেল। ঢাকার মেট্রো রেলের নির্মাণ এবং পরিচালনায় থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা একথা আগেই জানিয়েছিলেন।
প্রথমে পদ্মা সেতু, আর এবারে মেট্রো রেল। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে আসছে একটা বড়সড় পরিবর্তন। বহু প্রতীক্ষিত পদ্মা সেতু ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আর এবার ডিসেম্বর থেকে রাজধানীর গণপরিবহন হিসেবে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক হয়ে গেলে অনেকটাই থিতু হবেন বাংলাদেশবাসি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে বাংলাদেশের বৈদেশিক ভাণ্ডার নিয়ে রীতিমত বেগ পেতে হচ্ছে অর্থনৈতিক মহলকে, সেখানে দাঁড়িয়ে এত বড় একটা প্রোজেক্ট দাঁড় করানো, ঠিক কতটা কঠিন? তবে বাংলাদেশের এই প্রোজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে জাপান। ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলের এই প্রোজেক্ট পারপাস বাজেট ধরা হয় প্রায় ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। যার মধ্যে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা অর্থ সাহায্য করবে জাপান। বাকি টাকা আসবে সরকারি তহবিল থেকেই। আর এই মেট্রো থেকে আয়ের একটা বড় প্রভাব পড়বে বাংলাদেশের জিডিপিতে।
তবে মেট্রো রেল চালু হওয়ার আগেই মেট্রো কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের বাজার কিন্তু বেশ চাঙ্গা। মেট্রো স্টেশন চত্বরগুলোতেও নজরে আসছে সাংঘাতিক ব্যস্ততা। কোথাও বন্ধ কারখানা পরিণত হচ্ছে বানিজ্যিক ভবনে। কোথাও আবার আস্তানা গাড়ছে বড় বড় জামাকাপড় আর খাবারের ব্র্যান্ড। কোথাও জাঁকিয়ে বসছে হাউজিং ইন্ডাস্ট্রি, কোথাও আবার নিজস্ব ক্যাম্পাস খুলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার এই মেট্রো প্রকল্পকে কেন্দ্র করে গতি এসেছে সেদেশের ব্যবসা বাণিজ্যে। ভবিষ্যতে যে বাজার আরও বাড়বে, সেবিশয়ে আশাবাদী ব্যবসায়ীরাও। শুধু তাই নয়। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে যে, এই মেগা প্রজেক্টের খরচ সামাল দিতে মেট্রো স্টেশনে বেশ কিছু জায়গা বানিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। স্বাভাবিক ভাবে মেট্রো চলাচল শুরু হয়ে গেলে যেমন ঢাকার রাস্তার যানজট কিছুটা কমবে, তেমনই বাংলাদেশের অর্থনৈতিক ভাণ্ডারও যে ফুলেফেঁপে উঠবে, সেটা বলাই যায়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ