Daily

মেট্রো স্মার্ট কার্ডের ভোল বদল, আয় বাড়াতেই এমন সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। এই মর্মে প্রায় ৬ লক্ষ নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছে কলকাতা মেট্রো।
এর আগে একটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হয় কলকাতা মেট্রোর। তারপরেই তাদের লোগো দেওয়া স্মার্ট কার্ড এনেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। এ বার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি হওয়ায় তাদের লোগো দেওয়া হাল্কা সবুজ ও সাদা রঙের নতুন স্মার্ট কার্ড আনার প্রক্রিয়া চলছে। যাত্রী-ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
অতিমারী পরিস্থিতিতে মেট্রোতে যাতায়াত কমেছে যাত্রীদের। ফলে যাত্রী-ভাড়া খাতে যথেচ্ছ পরিমানে আয় কমেছে কলকাতা মেট্রোর। তবে মোটেই থেমে থাকেনি তারা। যাত্রী ভাড়া ছাড়াও আয় বাড়াতে অস্ত্র করেছে বিজ্ঞাপনকে। মোট ১৭ টি জোনের মধ্যে বিজ্ঞাপন খাতে আয় বাড়িয়ে বাণিজ্যিক রাজধাবী মুম্বাইকে পিছনে ফেলে নজির গড়েছে কলকাতা মেট্রো।
ব্যুরো রিপোর্ট