Daily

এখনই বাংলাকে ভেজাতে বর্ষা আসছে না। তবে ছোটখাটো একটি ট্রেলার দেখবে বাংলা। তাতে গরমের হাত থেকেও যেমন রেহাই পাওয়া যাবে, তেমনই টানা ৩দিন ঝড়-বৃষ্টির মুখ দেখবে বাংলা।
আবহাওয়া সূত্রে খবর, ইয়াস বিদায় নিলেও ঝড়-বৃষ্টির দাপট দেখতে পারে উত্তর-দক্ষিণ দুই বঙ্গই। হতে পারে টানা তিনদিন বৃষ্টিপাত। বৃষ্টিপাতের কারণে বেশি ভিজবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হবে বিক্ষিপ্ত বর্ষণ। ৩ দিন টানা বৃষ্টির পর কমবে প্রকোপ। এই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে, এই বছর মে মাসে গরম তেমন একটা দাপট দেখায়নি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। আর মে মাসের এই অসহ্য গরমের হাত থেকে বঙ্গবাসী যে আরও কিছুদিন রেহাই পাবে, তাতে শীলমোহর দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ব্যুরো রিপোর্ট