Market
কড়া প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়েছে টিকটক এবং ইউটিউবের সঙ্গে। এদিকে হারিয়ে যাচ্ছে জনপ্রিয়তাও। আর এই সবেরই প্রতিফলন ঘটল মার্ক জুকারবার্গের সম্পত্তিতে। ধস নামল মেটার শেয়ার দরে। এক ধাক্কায় হারাতে হল ৩১ বিলিয়ন ডলার। বিগত বছরে এত বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়নি তাঁকে।
সূত্রের খবর, মেটা তার সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হারিয়েছে অনেকটাই। ১৮ বছরের ইতিহাসে যা রেকর্ড। আর এই বিপুল পরিমাণ সক্রিয় ব্যবহারকারীকে হারানোর ফলে মেটার শেয়ার দর কমেছে ব্যাপক। বৃহস্পতিবার মেটার শেয়ার দর পড়ে যায় ২৬ শতাংশ। যার দরুন মেটাকে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়। আর সেই প্রভাব পড়ে মার্ক জুকারবার্গের সম্পত্তিতে। হারাতে হয় ২ হাজার কোটি টাকা।
জানা গিয়েছে, মেটা ক্রমশই তার জনপ্রিয়তা হারাচ্ছে। ফেসবুকে নজিরবিহীনভাবে কমেছে বিজ্ঞাপনের সংখ্যা। ডেলি ইউজাররা ফেসবুকের থেকে বেশি ঝুঁকছেন টিকটক বা ইউটিউবের মত ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে। ফলে শেয়ার বাজারে মেটার দর থাকছে নিচের দিকেই। যার দরুন এই বিপুল ক্ষতির বোঝা চাপল জুকারবার্গের কাঁধে।
ব্যুরো রিপোর্ট