Daily

করোনার থাবা থেকে রেহাই মিলল না জীবন্ত সরস্বতীর। কোভিড পজিটিভ সুরসাধিকা লতা মঙ্গেশকর। এই মুহূর্তে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন এই কিংবদন্তী গায়িকা। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতরত্ন গায়িকার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই, বেশ ভারাক্রান্ত হয়ে উঠেছে ভক্তবৃন্দদের মন।
হবে নাই বা কেনো বলুন? গত ২৮ শে সেপ্টেম্বর বয়সের বিচারে ৯০-এর কোঠা পেরিয়েও দিব্বি খোশমেজাজে রেকর্ডিং এবং নিজের কাজে মশগুল ছিলেন শিল্পী। বয়স যে আসলেই সংখ্যামাত্র তার জ্বলজ্যান্ত উদাহরণ তিনি। তবে এরইমধ্যে জীবন্ত সরস্বতীর করোনা সংক্রমণের এই খবরে, ভক্তের হৃদয় আনন্দে থাকে কিভাবে?
তবে হঠাৎই জরুরি বিভাগে ভর্তি করা হলো কেনো তাঁকে? উত্তরে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, এতে চিন্তার কিছু নেই। বয়স ছুঁয়েছে ৯২। তাই অতিরিক্ত পর্যবেক্ষণের কারণেই বিশেষ বিভাগে চিকিৎসাধীন সুরসম্রাজ্ঞী। সূত্রের খবর, তাঁর পরিচারিকাসহ অনেকেরই নাকি সংক্রমণ ধরা পড়েছে। এখন শিল্পীর শীঘ্র সুস্থতা কামনায় এখন গোটা ভক্তমহল।
ব্যুরো রিপোর্ট