Prime
Daily
ঘুমের দেশে পারি দিলেন বিখ্যাত সংগীতশিল্পী KK
By BPN DESK | June 1, 2022
ভারতীয় সঙ্গীত জগতে আরও এক নক্ষত্রপতন। তারাদের দেশে চলে গেলেন মেলোডি কিং কে কে। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু হয় জনপ্রিয় এই গায়কের। ভারতীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। স্বভাবতই শোকের ছায়া সঙ্গীত মহলে।
কেকের আকস্মিক প্রয়াণে শোকাহত গোটা দেশ সহ সঙ্গীত মহলও। শুধুমাত্র সঙ্গীত ও অভিনয় জগৎই নয়, শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীরাও কেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।