Daily

কেলেঙ্কারির পরতে পরতে ছড়িয়ে আছে টান টান উত্তেজনা। পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোক্সীকে নিয়ে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে ভারত সহ অ্যান্টিগা এবং ডমিনিকায়।
উল্লেখ্য, মেহুলকে ভারতে ফিরিয়ে আনার জন্য ২৮মে ডমিনিকা চলে গেছে আট সদস্যের একটি দল। যার মধ্যে রয়েছেন সিবিআই, ইডি এবং দু’জন সিআরপি অফিসার। যারা মেহুলকে ফিরিয়ে এনে প্রকারান্তরে নরেন্দ্র মোদীর সাফল্যকেই প্রতিষ্ঠিত করতে চায়।
অ্যান্টিগা থেকে কার্যত ভ্যানিশ হয়ে যাবার পর মেহুল ধরা পড়েন ডমিনিকায় যে দেশের নাগরিক তিনি নন। অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, মেহুলকে সরাসরি ভারতে ফেরানো উচিৎ। এদিকে ডমিনিকা হাই কোর্টে মেহুলকে সশরীরে হাজির করানোর আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবীরা। কিন্তু এটাও ঠিক যে, মেহুল যেহেতু ডমিনিকার নাগরিক নন, তাই তাঁকে সশরীরে হাজির করানোর আর্জি কোনভাবেই কোর্টে প্রতিষ্ঠা করা যাবেনা। আগামীকাল ইডির তরফ থেকে একটি আবেদন প্রকাশ করা হবে কেন মেহুল চোক্সীকে সরাসরি ভারতে ফেরত পাঠানো উচিত।
তবে যাই হোক, মেহুল চোক্সী অপরাধীকে ভারতে ফিরিয়ে আনতে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দেশের আধিকারিকরা। ভারতে ফিরিয়ে আনা হলেই তাঁকে গ্রেফতার করা হবে। এখন চোক্সী কান্ডের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট